কবিতা

ওমর ফারুক জীবন

দু’টি ডানাই দিও

গভীরে গিয়ে দেখি সেখানে আর গভীর
নেই,এতটাই শূন্য শূন্যগর্ভ, কোনও
পরিধি নেই,

সে এক লাফ,লাফ থেকে লক্ষকোটি
লম্প ছড়িয়ে পড়েছে, এমনই আলম্ব
দশদিক উপচে পড়েছে, কোনও দিগন্ত
নেই, হ্রস্ব দৈর্ঘ্য নেই, এমন ঊর্ধ্বগামীতা,
ঊর্ধ্বশ্বাস! দ্যুতি ও অন্ধকার ছাড়া
কোনো ত্রুটি বিচ্যুতিও নেই ;

এতটাই নিখুঁত, স্থিতিস্থাপকও,অথচ
দৃষ্টি থেকে সে দৌঁড়াচ্ছে, তাকে ধরতে
পারছেনা এতটা বৃষ্টি হচ্ছে,তারপর
এতই পিচ্ছিল এতটা গাঢ় অন্ধকার
পেরিয়ে এত এত অসহ্য সুন্দর
জ্যোতি সে ;

যতই গভীরে গিয়ে দেখি শুধুই অতল,
ঊর্ধ্ব অধঃ নেই, অধঃপতন নেই,শুধু
দশদিক উপচে পড়ছে প্রক্ষেপণ, ধ্বনি
প্রতিধ্বনি, সমস্ত স্তব্ধতা গুঞ্জন অবাক
হয়ে গেছে কোথাও!

সেখানে খেলা করছে রৌদ্র, দৌঁড়াচ্ছে
মেদুর মেঘ,মেঘের জলসত্র,ছড়িয়ে
পড়ছে গোধূলির আগুন, সে ঈর্ষায়
ডুবে যাচ্ছে কাতর সন্ধ্যা, ধীরে ধীরে
জেগে উঠছে রাত্রির সম্মোহন,তারকা
পুঞ্জ,চন্দ্র মধুচাকে অলিরা গান ধরেছে

আর কোথাও না কোথাও জেগে আছে
জলের সাম্রাজ্য জুড়ে খণ্ড খণ্ড প্রবাল
শৈবাল, মীন ও মিথুন, ফসফরাস দ্বীপ,
তুমি এতটাই জ্যোতি!

হে স্থপতি আমাকে দু’টি ডানাই দিও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *