আশ্রাফ বাবু
আমিতো ভুলে যাবো
বিষ্মিত হই—আর দিন ফুরায় ততটাই
গুঁজে দিচ্ছে আমার শেষ বিদায়ী স্মৃতি!
আজ থেকে কাল, সময়ের ঢেলে দেওয়া উল্লাস,
একান্তই আমার শিরদাঁড়ায়।
কোথায় আমি, নিজেকে লুকাবো স্বর্গের কোন কামরায়
ঝাঁপিয়ে পড়ছে যত, শিহরিত হবে হৃদয়
এক বেদনাদীর্ণ পশু হয়ে।
ছুটে চলেছে আমার দীর্ঘশ্বাস ভরা হৃদয়।
তোমাকে আমার প্রয়োজন আছে,
হঠাৎ ফেটে পড়ব আমি কর্কশ চীৎকারে!
ভ্রুজোড়া কুঁচকে, আমাকে ধরে নিয়ে ঝুলিয়ে দিও
উচ্চারিত হবে আমার ঠোঁটে তোমারই নাম!
সূর্যবিদ্ধ আমার ঠোঁটে রক্তের টুকরো জমা হবে।
আমি ছুটছি বিশ্বের রাজত্বের লোভে
কিন্তু পৃথিবী যেখানে কঠোর শ্রমে অন্ধকার,
আমি তো ভুলে যাব;
দিনের বধ্যমঞ্চে মাথা ছড়িয়ে দিয়েছি আমি
হেঁটে চলেছি সেই ভাবের ওপরে।
তোমার মস্তিষ্ক ভরেছে কার প্রতিভার পদচারণায়।