কবিতা

সাদ আব্দুল ওয়ালী

নীরবতার গানে

এ যে গায়ে ধুলোবালি উড়ে এসে চমকে দেয়
আমি যে কিঞ্চিৎ মোড় ঘুরিয়ে থমকে দাঁড়াই
ভাবি কিছুক্ষণ
ভাবতে থাকি…

ভাবতে ভাবতে হেঁটে চলি আরো কিছুদূর
দীঘির বাঁক ঘুরিয়ে কথাগুলো ফিরিয়ে দিই
ভাবলে না পথে কাঁটা বিছিয়ে কতোটা
আত্মতৃপ্তির জিগিরে
জাবর কাটবে গরু প্রজাতির ইচ্ছেয়

ভয়ানক জিঘাংসায় পোড়াবে হ্রদয়
পুড়বে হ্রদয় তোমার…

আমি তো ছুড়ে ফেলেছি ইচ্ছেয় বা অনিচ্ছায়
কী বলবে নিজেকে?
বেসামাল হয়ে খুইয়েছো জমিনের বিশ্বাস
তোমার কাছে বিশ্বাস মানে সস্তা বিবেক

ভারতীয় টিভি সিরিয়ালের রিমেকে
নিজেকে দাঁড় করাও
হায় কতোটা নিচে নামতে পারো
অন্ধ আত্মম্ভরিতার দেয়ালে
ভাবি কিছুক্ষণ
ভাবতে থাকি…

আরো কিছুটা সামনে রেল স্টেশন
হেঁটে যাই আনমনে
হেঁটে যাই অকপট বিশ্বাসে
পলাশ রাঙা পথে উদ্দীপনা ছড়িয়ে
আমার আমিতে নিমগ্ন হই।

One thought on “সাদ আব্দুল ওয়ালী

  • Shoma

    বাহ্ চমৎকার লিখেছেন।

    Reply

Leave a Reply to Shoma Cancel reply

Your email address will not be published. Required fields are marked *